কারখানা খোলার সঙ্গে বাড়ছে শ্রম অসন্তোষও
ইত্তেফাক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০৪:১৫
নানা আলোচনা-সমালোচনার মধ্যে দেশব্যাপী কারখানা চালু হওয়ার পর দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। কারখানা চালু করার পর দ্বিতীয় দিন গতকাল ৪০০ কারখানা নতুন করে খুলেছে। এ নিয়ে গতকাল পর্যন্ত ১ হাজার ৮২০টি কারখানায় উৎপাদন কাজ হয়েছে। তবে কারখানা খোলার সঙ্গে শ্রম অসন্তোষও বাড়ছে। রবিবার দেশব্যাপী ২০টি কারখানায় শ্রম অসন্তোষের খবর পাওয়া গেলেও গতকাল সোমবার এই সংখ্যা ৩৫টিতে দাঁড়িয়েছে বলে শিল্পাঞ্চল পুলিশ সূত্র জানিয়েছে। শ্রমিক ছাঁটাই, বেতন-ভাতা ও লে-অফ ইস্যুতে মূলত শ্রমিকরা বিক্ষোভ করেছেন।