কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেধা তালিকায় এগিয়ে থাকা ৫৩৫ চিকিৎসকের কী হবে

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ২৩:৫০

সরকার ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে আরও দুই হাজার জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু উত্তীর্ণ হওয়াদের মধ্য থেকে ইতিমধ্যে ৫৩৫ জনকে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নন–

ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। আর নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। নন–ক্যাডারে সুপারিশ পাওয়ারা চাচ্ছেন নতুন করে যে ২ হাজার চিকিৎসক নেওয়া হবে সেখানে যেতে।

তাদের দাবি, বিশেষ বিসিএসে নন–ক্যাডারের যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকার ওপরের দিকেই তাদের অবস্থান। তাঁরা চার চিকিৎসক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেতে। এক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকা উচিত। অবশ্য পিএসসি বলছে, সবার কথা বিবেচনা করা হবে। যাতে কেউ বঞ্চিত না হয় সে জন্য সরকার ও পিএসসি এক সঙ্গে কাজ করবে।

করনাভাইরাস সংক্রমণের কারণে সরকার জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আর এই ফেব্রুয়ারিতে পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে নন ক্যাডারে নিয়োগের জন্য ৫৩৫ জন সুপারিশ পেয়েছেন।

নতুন চিকিৎসক নিয়োগ নিয়ে পিএসসি আগামীকাল মঙ্গলবার বিশেষ এক সভা ডেকেছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে পিএসসি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

নন ক্যাডার থেকে পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে সুপারিশ পাওয়া ৫৩৫ জনের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অপেক্ষমাণ তালিকায় তাঁরা ছিলেন শুরুর দিকে। সেখান থেকে পিএসসি এ বছরের ফেব্রুয়ারি থেকে ৫৬৪ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। এর মধ্যে ৫৩৫ জনকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরিবার কল্যাণ মন্ত্রনালয়। এই সোমবার এ তালিকা থেকে নিয়োগ দিতে কার্যক্রম শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও