![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F27%2Faaaa.jpg%3Fitok%3DE6DWLp-q)
অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে সৌদি
এনটিভি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ১৭:১০
কিশোর অবস্থায় সংঘটিত অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ রহিত করে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান জারি করেছে সৌদি আরব। দেশটির মানবাধিকার কমিশন বলেছে, কিশোর অবস্থায় করা অপরাধের জন্য দেশটি আর কাউকে মৃত্যুদণ্ড দেবে না। দেশটিতে দোররা মারা নিষিদ্ধ করার দুদিন পর এই ঘোষণা এলো, খবর বিবিসি। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে না, এই সনদে স্বাক্ষরকারী দেশগুলোর একটি সৌদি আরব। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রাজকীয় এক ডিক্রি জারির মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের ওপর মৃত্যুদণ্ডের যে বিধান ছিল, তা বাতিল করেছে