বিকাশে নতুন অ্যাকাউন্ট খোলার গতি বেড়েছে তিন গুণ

বার্তা২৪ প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ০৪:৫৭

প্রতিদিন নতুন ৭০ থেকে ৮০ হাজার অ্যাকাউন্ট খোলা হচ্ছে দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশে।

লকডাউনের কারণে সামগ্রিকভাবে লেনদেনের সংখ্যা এবং পরিমাণ কমলেও নতুন নতুন ব্যবহারকারী লেনদেনের এ বিস্তৃত নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিকাশের শীর্ষ কর্মকর্তারা।

বিকাশ বলছে, করোনার আগেও যেখানে দিনে ২৫ থেকে ৩০ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হতো, সেখানে তাদের নেটওয়ার্কে এখন নতুন অ্যাকাউন্ট খোলার হার আগের চেয়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

চলতি সপ্তাহে একটি ভার্চুয়াল ডিসকাশনে অংশ নিয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরও বলেন, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কার্ড থেকে বিকাশে টাকা আনার সেবাসহ নতুন অনেক সেবা চালু করায় অনেকেই বিকাশে আকৃষ্ট হচ্ছেন। তাছাড়া বিকাশ থেকে সহজেই মোবাইলে টাকা আনা বা অন্যান্য বিল দেওয়ার সুবিধা রয়েছে। মূলত এসব কারণেই লকডাউন সময়ে ঘরে বসে অফিসের কাজ করার সুবিধার্থে, যাদের বিকাশ অ্যাকাউন্ট ছিল না, তারা অ্যাকাউন্ট খুলছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও