ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটকে করোনা হাসপাতালের জন্য প্রস্তুত করা হচ্ছে
এনটিভি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ২০:৪৫
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে গেছে। এ কারণে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নার্সিং ইনস্টিটিউটকে করোনা হাসপাতালের জন্য প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রস্তুত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি জানান,আইসিইউ ও ভেন্টিলেশনের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় ৩১ জন আক্রান্ত। এর মধ্যে দুজন সুস্থ হয়েছে। এ ছাড়া দুজন মারা গেছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে ২৬ হাজার ৩২২ জন