দেশীয় শোবিজের দর্শকনন্দিত অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম। সবশেষ এই অভিনেতা ঢাকা মেডিক্যাল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।গত জানুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করেছেন। বর্তমানে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ডা. এজাজ। করোনার প্রধান লক্ষণগুলো দেখা দিলেই করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। জেলা পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় গুলোতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। তাই উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে বলে জানান তিনি।এ ব্যাপারে এজাজ বলেন,‘নিজে সতর্ক না হলে করোনা থেকে কাউকে বাঁচানো যাবে না। সামাজিক দুরুত্ব মানতেই হবে। আমারা বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। কেউ ইতালি, ফ্রান্স থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাঁচতে চাইছি, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে পালিয়ে গ্রামে গিয়ে বাঁচতে চাইছি। এটা বাঁচা নয়, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, আপনার আশেপাশের মানুষেরাও মৃত্যুর দিকে চলে আসছে আপনার কারণে। নিজের জায়গা থেকে বাঁচুন। তবেই মুক্তি মিলবে এই ভাইরাস থেকে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.