এক্সট্রাকশন দেখতে পারেন; ‘এক্সপেকটেশন’ ছাড়া
প্রথম আলো
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ১৯:৪১
গত ৪৮ ঘণ্টায় বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম গরম করে রেখেছে নেটফ্লিক্সের একটি সিনেমা, এক্সট্রাকশন। হলিউডের স্ট্যান্ডম্যান স্যাম হারগেভের পরিচালক হিসেবে প্রথম ছবি। এর আগে তিনি ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে (২০১৯) স্ট্যান্ট কো–অর্ডিনেটরের কাজ করেছেন। তাই সিনেমায় গল্প, সংলাপ যা-ই হোক না কেন, অ্যাকশন যাঁদের প্রিয়, তাঁরা ১ ঘণ্টা ৫৭ মিনিটের এই ছবি দিব্যি গিলে ফেলতে পারবেন। কারণ, সিনেমার প্রায় ৮০ ভাগ জুড়েই মার–মার, কাট–কাট অ্যাকশন। ছবিটি মূলত প্রযোজনা করেছে হলিউডের জনপ্রিয় দুই ভাই, এন্টনি রুশো আর জো রুশো। ক্রিস নিজেও এই ছবির অন্যতম প্রযোজক।
- ট্যাগ:
- বিনোদন
- সমালোচনা
- শুটিং
- সিনেমা রিলিজ
- ঢাকা