![](https://media.priyo.com/img/500x/https://www.dw.com/image/45854463_304.jpg)
জার্মানিতে গবেষণায় অব্যবহৃত লাখ লাখ প্রাণী হত্যা
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০, ১৭:০০
নতুন এক সরকারি প্রতিবেদন অনুযায়ী জার্মানিতে অতীতে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশ কয়েক লাখ বেশি প্রাণী গবেষণাগারে হত্যা করা হয়েছে৷ অভিযোগ উঠেছে, এ সংক্রান্ত পরিসংখ্যানে ইচ্ছা করে প্রাণী হত্যার সংখ্যা কম দেখানো হয়৷