চীনে নতুন করে করোনা আক্রান্ত ১২
চীনে নতুন করে শুক্রবার (২৪ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত পাওয়া গেলও ওই দিন দেশটিতে কোনও করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। শনিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য জানিয়েছে। আর এটি নিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চীনা স্বাস্থ্য কমিশনের তথ্য অনুসারে, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জনই অন্য দেশ থেকে আসা। বৃহস্পতিবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ছয়জন বেশি। চীনে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৮২ হাজার ৮১৬ জন। ২৪ এপ্রিল নতুন মৃত্যু না হওয়াতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জনই আছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও বিশ্বজুড়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৯০ হাজারের বেশি মানুষ।