![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F24%2Fenert-1.jpg%3Fitok%3DrwAr1mpK)
চলে গেলেন কলকাতার থিয়েটার আইকন ঊষা গাঙ্গুলী
এনটিভি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ২০:৫০
ভারতের কলকাতার থিয়েটারের খ্যাতিমান শিল্পী ঊষা গাঙ্গুলী আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ৭৫ বছর বয়সে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে মারা যান তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, থিয়েটার গ্রুপ ‘রঙ্গকর্মী’র প্রতিষ্ঠাতা ছিলেন ঊষা গাঙ্গুলী। সাধারণত হিন্দি নাটক মঞ্চস্থ করা এই দলটি কলকাতার থিয়েটার অঙ্গনে বেশ বড় নাম। ১৯৯৮ সালে তিনি ‘সংগীত-নাটক একাডেমি অ্যাওয়ার্ড’ লাভ করেন। ১৯৪৫ সালে ভারতের রাজস্থানে জন্ম নেওয়া ঊষা গাঙ্গুলী কলকাতা থেকে তাঁর পড়াশোনা শেষ করেন। ১৯৭০-এর দশকের শুরু থেকে ঊষা থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৭৬ সালে ‘রঙ্গকর্মী’ প্রতিষ্ঠা করেন, যা সামাজিক ন
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মারা গেছেন
- ঊষা গাঙ্গুলি
- ভারত