কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। রমজান মাসে অন্যতম আমল হলো তারাবির নামাজ ও তারাবিতে কোরআন খতম। আজ এশার ফরজ নামাজের পর বিশ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির নামাজে পূর্ণ এক খতম কোরআন শরিফ তেলাওয়াত শোনার লক্ষ্যে অনেকেই খতমে তারাবিতে অংশ নেবেন। পাঠকদের জন্য ডেইলি বাংলাদেশের রমজানের বিশেষ আয়োজনে প্রতিদিন খতমে তারাবিতে পাঠকৃত কোরআনের অংশসমূহের উল্লেখযোগ্য বিষয়বস্তু, বিধান, সংশ্লিষ্ট ঘটনা ও তরজমা ধারাবাহিক ভাবে উল্লেখ করা হবে। আজ প্রথম তারাবি। আমাদের দেশের সাধারণ রেওয়াজ অনুযায়ী আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের প্রথম দেড় পারা তেলাওয়াত করা হবে। সূরা ফাতেহা : কোরআনের প্রথম সূরা ফাতেহা শুধু তারাবি নয় বরং সব নামাজের প্রত্যেক রাকাতেই তেলাওয়াত করা হয়। এর আয়াত সংখ্যা ৭টি, এটা মক্কি সূরা। সূরা ফাতেহার সারকথা হলো, আল্লাহর কাছে সরল পথ লাভের আকুল আবেদন। এ সূরার প্রথম অংশে আল্লাহর ৩টি পরিচয় দেয়া হয়েছে। তিনি সবার প্রতিপালক। তিনি অতি দয়ালু। তিনি শেষ বিচার দিবসের মালিক। অতঃপর মাঝের অংশে তার সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখ করা হয়েছে। আমরা তার দাস এবং আমরা তার সাহায্যের মুখাপেক্ষী। শেষের অংশে সরল পথের আবেদন করা হয়েছে। এখানে সরল পথকে অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক রাখা হয়নি। বরং সরল পথকে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দারা অতীতে যে পথে চলেছেন তাই ভবিষ্যতে আমাদের জন্য সরল পথ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.