করোনাকালে শিশুর বিকাশে বাবা–মা যা করতে পারেন
প্রথম আলো
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ১৮:৫৯
করোনা দুর্যোগে ঘরে থাকার এই দিনগুলোতে বাড়ির পরিবেশ আনন্দময় করে তুলুন। বিষন্নতা আর আতঙ্ক বর্জন করুন। সন্তানের সঙ্গে খেলুন, গল্প করুন। তাকে গান গাইতে বা মনের আনন্দে নাচতে দিন। রঙিন পেন্সিল ও খাতা দিয়ে যা ইচ্ছে আঁকতে দিন। কাগজ দিয়ে নৌকা কিংবা ফুল–পাখি বানানো শেখাতে পারেন। পরিত্যক্ত জিনিস দিয়ে রঙিন নরম বল, পুতুল বা অন্যকিছু বানাতে উৎসাহ দিন।