![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/doctors-ground-og-2004240939.jpg)
বিষাক্ত নারীর নিঃশ্বাসে মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে ২৩ জন!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ১৫:৩৯
রক্ত নেয়ার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন মেডিকেল স্টাফরা। ধীরে ধীরে আরো অনেকে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। একজন রোগীকে দেখতে গিয়ে এরকম অবস্থা? অথচ তারা তো সুস্থই ছিলেন! নব্বইয়ের দশকে আমেরিকায় এমনই একটি ঘটনা সবার নজর কেড়েছিল। রাতারাতি খবরের কাগজের শিরোনামে জায়গা করে নেয় এটি। এই নারীকে ‘দ্য টক্সিক লেডি’আখ্যা দেয় পত্রিকার সম্পাদকেরা।