![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/sm/ss20200424154624.jpg)
আজ ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ১৫:৪৬
রাজশাহী: আজ ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস। ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের মধ্যে থাকা খাপড়া ওয়ার্ডে আটক কমিউনিস্ট ও বামপন্থি রাজবন্দিদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই নৃশংস ঘটনায় সাত জন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিল ৩২ জন।