আড়তে জমছে মৌসুমী ফল, ক্রেতা নেই
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ১১:০৪
চট্টগ্রাম: নগরের বৃহৎ দুটি ফলের পাইকারি বাজার কদমতলী বিআরটিসি মার্কেট ও ফিরিঙ্গীবাজারে আড়তে জমছে মৌসুমী ফল তরমুজ, বাঙ্গি, আনারস ও কলা। সাধারণত বছরের এ সময়টাতে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে এসব আড়ত জমজমাট থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে কমে গেছে ক্রেতার সংখ্যা। ফলে এখানকার শতাধিক পাইকারি আড়তে ব্যবসায় চলছে দুর্দিন। বিআরটিসি মার্কেটে আমদানি করা ফল বেশি বিক্রি হয়।