কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনা সংকট: মোবাইল ইন্টারনেটের গতিতে টান, ফোর-জিতেও বাফারিং!

ব্রডব্যান্ড (উচ্চ গতি) ইন্টারনেটের গতি ঠিক থাকলেও ঠিক নেই মোবাইল ইন্টারনেট। মোবাইল ইন্টারনেটের গতি কমেছে, বিশেষ করে ডাউলোডে। ঢাকায় গত তিন দিন ধরে এই সমস্যা দেখা যাচ্ছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন। অন্যদিকে ঢাকার বাইরেও মোবাইল ইন্টারনেটের গতি কমে যাওয়ার প্রমাণ মিলেছে। ঢাকার বাইরে ফোর-জি নেটওয়ার্কে ২০-২৫ শতাংশ গতি কমেছে বলে জানা গেছে।দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিশেষ করে সরকার ছুটি ঘোষণার পর রাজধানী থেকে প্রায় এক কোটি মোবাইলফোন ব্যবহারকারী ঢাকার বাইরে চলে যান। ঢাকার বাইরের নিজ জেলা-উপজেলার মানুষের পাশাপাশি বাড়তি এক কোটি থেকে এক কোটি ২০ লাখ মানুষ ঘরবন্দি। ফলে সেসব জায়গায় বিপুল সংখ্যক মানুষের চাপ বেড়েছে। একদিকে অতিরিক্ত মানুষের চাপ এবং ব্যবহারকারীদের বেশি বেশি ইন্টারনেট ব্যবহার নেটওয়ার্কের ওপর চাপ তৈরি করায় গতি কমেছে। এছাড়া, মোবাইল অপারেটরগুলোর তরঙ্গ (স্পেক্ট্রাম) ঘাটতিও গতি কমার অন্যতম কারণ। সব অপারেটরেরই তরঙ্গ ঘাটতি রয়েছে। করোনা সংকট দীর্ঘায়িত হলে এবং অপারেটরগুলো বাড়তি তরঙ্গ না নিলে ফোর-জির গতি আগের অবস্থায় ফিরবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঢাকার পাশাপাশি অন্তত ২১টি জেলায় এই প্রতিবেদক খোঁজ নিয়ে জেনেছেন, সংশ্লিষ্ট জেলা, উপজেলার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকা, শহরের কিছু বিশেষ জায়গায় অপারেটরগুলোর নেটওয়ার্কে ফোর-জি ভালো সেবা দিলেও বেশির ভাগ জায়গার অবস্থা খারাপ। অবস্থা এতোই খারাপ যে, ফোর-জি নেওয়ার্কেও ভিডিও দেখতে গেলে বাফারিং হয় বলে জানিয়েছেন অনেকে। কোনও কোনও উপজেলায় থ্রি-জি দেখালেও ব্যবহারের সময় ধীর গতি পাওয়া গেছে। উপজেলাগুলোতে থ্রি-জি থাকলেও ব্যবহারকারীরা বেশিরভাগ সময় টু-জি পান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন