কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা পরীক্ষার কিটের মজুত নিয়ে অস্পষ্টতা

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ০৯:২০

বর্তমানে দেশের ২১টি কেন্দ্রে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র ও সক্ষমতা বাড়লেও পরীক্ষার সেভাবে সংখ্যা বাড়েনি। আবার পরীক্ষা বাড়াতে গেলে শনাক্তকরণ কিটের মজুত বাড়াতে হবে। কিন্তু এখন দেশে কিটের মজুত কত আছে, সেটাও কর্তৃপক্ষ আর জানাচ্ছে না। ফলে এ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তবে কিটের মজুত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য জানিয়েছিল, সেটা থেকে এরপর ব্যবহৃত কিটের সংখ্যা বাদ দিলে মজুত দাঁড়ায় প্রায় ৫৬ হাজার। এখন দৈনিক তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার সংখ্যা না বাড়ালেও বর্তমান মজুতে ১৭–১৮ দিন চলবে। নতুন কিট কবে নাগাদ আসবে, সেটাও পরিষ্কার করে বলছে না কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর গত ৩১ মার্চ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ৯২ হাজার পিসিআর কিট সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার কিট পরীক্ষার জন্য বিতরণ করা হয়েছে। মজুত রয়েছে ৭১ হাজার কিট। ১১ এপ্রিলের বিজ্ঞপ্তিতেও ওই ৭১ হাজার কিট মজুতের কথা বলা হয়। এরপর আর নিয়মিত সংবাদ বুলেটিন বা বিজ্ঞপ্তিতে কিটের মজুত জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৩৬ হাজার ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সে হিসাবে দেশে কিটের মজুত থাকার কথা ৫৫ হাজার ৯১০টি। যদিও এর মধ্যে কোনো কোনো নমুনা পরীক্ষা করতে গিয়ে একাধিক কিটও ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে মজুত আরও কিছুটা কমতে পারে। কিটের মজুত কত আছে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বুধবার প্রথম আলোকে বলেন, ‘কিটের মজুতের তথ্য দিয়ে আপনাদের কোনো কাজ আছে বলে আমি মনে করি না।’ তিনি বলেন, ‘কিটের বিষয়টি আমদানির ব্যাপার। কারিগরি ত্রুটির কারণে একটি নমুনা পরীক্ষায় একাধিক কিট লাগতে পারে। তাই ১০০ কিটের মজুত রয়েছে বললাম। কিন্তু তাতে ৭০টি নমুনা পরীক্ষা হলে প্রশ্ন উঠতে পারে। তাই কিটের কত মজুত আছে, সেটি বলতে চাচ্ছি না।’   জনসংখ্যার অনুপাতে পরীক্ষা কম গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৩৬ হাজার ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ১৯৮ জনের কোভিড-১৯ শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। মোট জনসংখ্যার অনুপাতে যা বেশ কম। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শীর্ষ দেশগুলোর প্রবণতা বিশ্লেষণ করে দেখা যায়, সব দেশেই এক থেকে দেড় মাস পরে রোগীর সংখ্যায় বড় ধরনের উত্থান ঘটেছে। দেশগুলো ব্যাপকভিত্তিক পরীক্ষা করে রোগী শনাক্ত করছে। বেশি শনাক্ত হয়েছে বিশ্বের এমন দেশগুলোতে পরীক্ষার হার প্রতি ১০ লাখে ১০ হাজার থেকে প্রায় ২৫ হাজার পর্যন্ত।   দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। গতকাল বিকেল চারটা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতি ১০ লাখে ১৯৮ জনের করোনার পরীক্ষা করা হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে ভুটানে। দেশটিতে প্রতি ১০ লাখে ১১ হাজার ৬০৩ জনের পরীক্ষা করা হচ্ছে। মালদ্বীপে প্রতি ১০ লাখে ৮ হাজার ৬৮৮, পাকিস্তানে ৫৬৪, শ্রীলঙ্কায় ৩৪৫, নেপালে ৩০১ এবং ভারতে ৩৬৩ জনের পরীক্ষা করা হচ্ছে। ইতালিতে প্রতি ১০ লাখে ২৫ হাজার ২৮, জার্মানিতে ২৪ হাজার ৭৩৮, স্পেনে ১৯ হাজার ৮৯৬, যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ৭১ এবং দক্ষিণ কোরিয়ায় ১১ হাজার ৩৯০ জনের করোনা শনাক্তের পরীক্ষা করা হচ্ছে।   সক্ষমতার অর্ধেক অব্যবহৃত বাংলাদেশে বর্তমানে যে ২১টি ল্যাবরেটরিতে কোভিড-১৯ শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে, এর মধ্যে ঢাকায় ১০টি এবং ঢাকার বাইরে ১১টি। গতকাল পর্যন্ত এসব ল্যাবরেটরিতে এক দিনে সর্বোচ্চ পরীক্ষা হয়েছে ৩ হাজার ৪১৬টি। অথচ এসব ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার সক্ষমতা কমবেশি ৬ হাজার। অর্থাৎ সক্ষমতার প্রায় অর্ধেকই অব্যবহৃত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও