![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F24%2Fhh.jpg%3Fitok%3DJISN0633)
খুলনায় করোনায় আক্রান্ত চিকিৎসককে রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ
এনটিভি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০, ০৭:৫০
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের অবস্থার অবনতি হওয়ায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। গত ১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ডা.