আইসিসিকে দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা জানাল বিসিবি
দেশের ক্রিকেটে করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করল বাংলাদেশ। বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীদের (সিইসি) নিয়ে অনুষ্ঠিত আইসিসির ভিডিও কনফারেন্স মিটিংয়ে বৃহস্পতিবার বাংলাদেশে মহামারী করোনার সর্বশেষ অবস্থা ও ক্রিকেটে এর প্রভাব সম্পর্কে বিশ্ব নির্বাহী সংস্থাটিকে অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেবল বাংলাদেশ নয়, অন্যান্য দেশগুলোও করোনার প্রভাব সম্পর্কে নিজ নিজ অবস্থা তুলে ধরেছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ভিডিও কলে পূর্ণ সদস্য ১২ দেশ ও সহযোগী তিন দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে আগামী দিনগুলোতে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করার অঙ্গীকার করেছেন। বৈঠকে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে তাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শুনেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা আমাদের করোনাভাইরাস আপডেট দিয়েছি। ভৌগোলিক অবস্থান এবং এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সময়পোগী ব্যবস্থার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মুত্যু ও সংক্রমণের হার অনেক কম।’
তবে করোনার কারণে বাংলাদেশের ক্রিকেট বিরাট ক্ষতির মধ্যে পড়েছে। এর কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানড ও টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাতিল হয়ে গেছে। এমনকি এ বছর নির্ধারিত অপর সুচিগুলোও বাতিল হওয়ার পথে।
আইসিসি কেবলমাত্র সদস্য দেশগুলোর কাছ থেকে সর্বশেষ অবস্থা ও তথ্য নিচ্ছে। কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি উল্লেখ করে নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো ভবিষ্যতে কীভাবে আয়োজন করা যায় মূলত তা নিয়েই আলোচনা হয়েছে।’