![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020April/bg/asraful-BG20200423065452.jpg)
জনসমাগম এড়াতে আবারও লাঠি হাতে পৌর মেয়র
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ০৬:৫৪
মেহেরপুর: দেশে করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করলেও কয়েক দিনের ব্যবধানে আবারও মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে অবাধে চলাচল শুরু করে স্থানীয়রা। কারণে অকারণেই তারা ঘরের বাইরে এসে অযাচিত ঘোরাফেরা শুরু করেন। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান থাকার পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসমাগম।