You have reached your daily news limit

Please log in to continue


বিয়ে নতুন তারিখের খোঁজে

সাম্মি সুইটহার্ট এমটিভিতে প্রচারিত টিভি সিরিজ ‘জের্সি শোর’খ্যাত সাম্মি সুইটহার্ট তার বিয়ের পরিকল্পনাই স্থগিত করেছেন। ‘ইউএস উইকলি’ জানায়, মহামারী শেষ না হওয়া পর্যন্ত তিনি ও তার হবু বর ক্রিস্টান বিসকার্ডি এই সিদ্ধান্ত অটল থাকছেন। এই দম্পতি ইনস্টাগ্রামে তাদের আংটিবদলের ঘোষণা দিয়েছিলেন ২০১৯ সালের মার্চে। জেনিফার লোপেজ জেনিফার লোপেজ ও অ্যালেক্স রডরিগেজ যদিও বিয়ের অনুষ্ঠানের আগাম কোনো ঘোষণা দেননি, তবুও ‘ইউএস উইকলি’ এক প্রতিবেদনে জানিয়েছিলÑ তারা এই গ্রীষ্মে বিয়ের অনুষ্ঠান করবেন ইতালিতে। ওই সূত্র ধরে ‘জেলো’ ও ‘এ রড’ বলেন, ‘আমরা…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন