করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব আরও মারাত্মক হতে পারে: মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ১৭:৩৯
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও মারাত্মক হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমী ফ্লু। আর তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।করোনাভাইরাসের মহামারিতে পৃথিবীতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ইতোমধ্যে আট লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজারেরও বেশি মানুষের।