ফের বিয়ে ভাঙছে বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের? বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি টাউন জুড়ে। রিপোর্টে প্রকাশ, প্রযোজক স্বামী হিতেশ সোনিকের সঙ্গে মতবিরোধ শুরু হয়েছে সুনিধির। চলছে দুজনের মনোমালিন্য। তবে কী নিয়ে দুজনের লড়াই শুরু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। হিতেশ সোনিক জানান, এসব বাজে খবর।