You have reached your daily news limit

Please log in to continue


ভেঙে যাচ্ছে বলিউড কাঁপানো গায়িকা সুনিধি চৌহানের সংসার

ভেঙে যাচ্ছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহানের সংসার। শোনা যাচ্ছে স্বামী হিতেশ সোনিকের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। ভারতীয় এক গণমাধ্যাম সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে না আর। বর্তমানে আলাদা থাকছেন এই দম্পতি। সম্প্রতি তার ছুটি কাটাতে গোয়াতে যান। সেখানে গিয়েও নানা ঝামেলা তৈরি হয় তাদের মধ্যে। তাদের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছে যে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা। জানা গেছে, অনেক দিন থেকেই নাকি তাদের মধ্যে নানা সমস্যা চলছে। তবে পরিবারের অন্যদের কাছে বিষয়টি লুকিয়ে রেখেছেন তারা। অবশেষে সত্যিই কী ভেঙে যাবে তাদের সংসার! এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি গায়িকা। আর হিতেশ সোনিক বলেন, ‘এটা সত্য নয়।’ হিতেস দাবি করেন, তারা এখনও এক সঙ্গে আছেন। ২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশের সঙ্গে সুনিধি চৌহানের বিয়ে হয়। ২০১৮ সালের ১ জানুয়ারি তাদের ছেলের জন্ম হয়। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানকে বিয়ে করেছিলেন তিনি। টেকেনি সে সংসার। বলিউডের হিন্দি চলচ্চিত্র এবং পাঞ্জাবি গানের জন্য প্রসিদ্ধ সুনিধি। এছাড়াও তিনি ভারতীয় কন্নটা, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালম, উড়িষ্যা, বাংলা, অহমীয়া ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন। গেয়েছেন নেপালী, উর্দু এবং ইংরেজি ভাষার গানও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন