![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/22/520966410afd65bce1388c40cafb611d-5e9fedfce6462.jpg?jadewits_media_id=1527365)
রিয়ালে যোগ দিতে তাঁর ১০ মিনিট লেগেছিল
প্রথম আলো
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ১৩:০৯
রিয়াল মাদ্রিদের প্রতি রবার্তো কার্লোসের ভালোবাসা পুরোনো গল্প-গাথার অংশ। আজ তিনি যা, তার পেছনে রিয়ালে ১১ বছরের ক্যারিয়ারের অবদান কম না। এই ক্যারিয়ারই তাঁকে সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক বড় ভূমিকা রেখেছে। তবে রিয়ালে যোগ দেওয়ার আগে একটা ইতিহাস ছিল সাবেক ব্রাজিলিয়ানের। বিশ্বকাপজয়ী কার্লোস রিয়ালে যোগ দেওয়ার আগে ছিলেন ইন্টার মিলানে। মাত্র এক মৌসুম (১৯৯৫-৯৬) পরই...