‘বলদ বাড়িয়া’ বলায় ডা. তুষারের বিরুদ্ধে থানায় অভিযোগ
এনটিভি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ১১:৫০
ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগে নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. আবদুন নূর তুষারের বিরুদ্ধে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এ এজাদার জমা দেন। এতে ডা. তুষারসহ তিনজনের ফেসবুক পোস্ট শেয়ারকারী অজ্ঞাত আরো ৬৩৬ জনকে আসামি করা হয়েছে। ওই এজাহারে বলা হয়, গত ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় ডা. আবদুন নূর তুষার তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আজ ২০-০৪-২০২০ ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্বের নমুনা দেখুন। পুরো দেশটাই বি বাড়িয়া বলদ বাড়িয়া।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে