প্রতিকূলতা উপেক্ষা করেই লড়াই চলছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের

যমুনা টিভি প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ১৩:০৮

সংক্রমণের দেড় মাস পরও সুরক্ষা, নিরাপদে থাকা বা যাতায়াতের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে, সেবা কার্যক্রমের বাইরে চলে গেছেন দেড়-শতাধিক। তবুও হাল ছাড়ছেন না, বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, এমনকি অ্যাম্বুলেন্স চালকরা। বলছেন, ঝুঁকি নিয়েই মানুষের প্রাণ বাঁচানোর কাজ চালিয়ে যাবেন তারা। কিন্তু যাদেরকে সুরক্ষা ও থাকা-খাওয়ার দায়িত্বটি দেয়া হয়েছে, তারা যেন ব্যবস্থাপনায় আর কোন ত্রুটি না করেন।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে