পরিচালকদের কপাল খুলেছিল যে ছবি দিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৯:০০
প্রথম ছবি দিয়েই খুলে গেছে নির্মাতার ভাগ্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দাপিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্র দুনিয়া। ঝুলিতে জমাচ্ছেন বিশ্বের নামীদামি পুরস্কার, প্রশংসা। এমন তিন নির্মাতা ক্রিস্টোফার নোলান, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু ও আন্দ্রেই পেত্রোভিচ জভিয়াগিনৎসেভের তিনটি ছবি থাকল আজ।