You have reached your daily news limit

Please log in to continue


প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলাম

গত ২০ এপ্রিল ছিল বলিউডের স্টার অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ১৩তম বিবাহবার্ষিকী। ১৩ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। অনুরাগীদের এখনও সমান দৃষ্টি অভিষেক-ঐশ্বরিয়া জুটির দিকে। তাদের সংসারে একটি ছোট্ট মেয়েও রয়েছে। নাম আরাধ্যা। এবারের বিবাহবার্ষিকীতে নিজেদের প্রেমের ঘটনা নিয়ে মুখ খোলেন অভিষেক। ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন ঐশ্বর্যের। ১৯৯৭ সালে নাকি প্রথম দেখা হয় অভিষেক ঐশ্বর্যের। সুইজারল্যান্ডে শুটিং- এর জন্য গিয়েছিলেন তাঁরা। ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম তাঁকে আলাপ করিয়ে দেন ববি দেওল। মিস ওয়ার্ল্ডকে প্রথম সামনে থেকে দেখেন অভিষেক। এরপর ২০০০ সালে 'ঢাই অক্ষর প্রেম কি' ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের বন্ধুত্ব্ব শুরু হয়। এরপর 'কিঁউ হো গ্যায়া না' ছবির সেটে প্রথম তাদের প্রেমের খবর সামনে আসে। তবে তখনও নিজমুখে নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি জুটি। এরপর সুপারহিট হয় তাদের অভিনীত 'উমরাও জান।' সেই ছবির সেটেই বিয়ের প্রস্তাব দেন অভিষেক। পরিবারেরও খুশি ছিল তাদের সম্পর্কে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন