সরবরাহ সংকটে দাম বাড়ছে নিত্যপণ্যের

ইত্তেফাক প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৬:১৭

দেশে পর্যাপ্ত খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি হলেও সরবরাহ সংকটে দাম বাড়ছে নিত্যপণ্যের। গত কয়েক দিনের ব্যবধানে চাল, ময়দা, ডাল, পেঁয়াজ, আদা, হলুদ, শুকনো মরিচ, গুঁড়োদুধ, ভোজ্য তেলসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। করোনা ভাইরাস সংক্রমণের আতংকে যখন মানুষ দিশেহারা তখন আসন্ন রমজানের আগে এভাবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী, কর্মহীন মানুষের নাভিশ্বাস উঠেছে। সংশ্লিষ্টরা বলেছেন, আর মাত্র কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান। প্রতি বছর রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার মৌলভীবাজারসহ দেশের বড়ো বড়ো ভোগ্যপণ্যের মোকামগুলোতে ব্যস্ততা বাড়ে পণ্য সরবরাহ ও বিপণনে। কিন্তু এবার করোনা সংকটের কারণে দীর্ঘ প্রায় এক মাস টানা সাধারণ ছুটি থাকায় বন্দরে পণ্য খালাস ও মোকাম থেকে সারাদেশে পণ্য বাজারজাত ও সরবরাহে সমস্যা হচ্ছে। ফলে দাম বাড়ছে নিত্যপণ্যের। সংশ্লিষ্টরা বলেছেন, মোকামে টাকা পাঠিয়েও যথাসময়ে মাল পাচ্ছেন না পাইকারি ব্যবসায়ীরা। বন্দরে দ্রুত পণ্য খালাস ও সারাদেশে বাজারজাত, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না রাখতে পারলে নিত্যপণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। ইতিমধ্যে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এর ফায়দা লুটতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও