কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডাক্তার মা আইসোলেশনে, দরজার বাইরে শিশুটি তার মাকে ডাকছে

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ২৩:৩৫

নিজের কিংবা অন্যের সন্তান কাউকেই এতিম করে ফেলার অধিকার আমাদের কারও নেই! ছবিটির এই বাচ্চাটি তার ডাক্তার মায়ের জন্য কাঁদছেন! মা তাঁর করোনা রোগীর চিকিৎসা দেওয়ার পর কোয়ারেন্টাইনে, দরজা খুলছেনা... মা কি পাশের রুম হতে সন্তানের কান্না সইতে পারছে? একজন মা মাত্রই আমি নিশ্চিত এই ছবিটির মর্ম অনুধাবন করতে পারবেন! ছবিটি দেখার পর থেকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ছবিটির দিকে! কি অসহায় সন্তান, ডাক্তার মা, ও এই পরিবারটি! কেন মা তাকে পাশের ঘরে থেকেও কোলে নেবে না, আদর করবেনা, খাওয়াবে না? এই প্রশ্নগুলোর উত্তর দুনিয়ার কার পক্ষে দেয়া সম্ভব এই ছোট্ট শিশুটিকে? অতএব জগতের সকল বাবা-মা ঘরে থাকুন, সন্তানকে এতোটা অসহায় করে ফেলবেন না, আপনার এক মুহূর্তের অবহেলায়।

এই ডাক্তার মা এর মতো লাখো স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য কিছু পেশার মানুষজন যাদের আমাদের নিরাপদ রাখতে বাইরে যেতে হচ্ছে, তারা ব্যতীত চলুন আমরা সবাই বাসায় থাকি। প্রতিদিন বাজার করা থেকে বিরত থাকি, প্রতিদিন পেট ভরে খাওয়ার কিছু নেই, পৃথিবী ব্যাপী লাখো মানুষ না খেয়ে বা কম খেয়ে আছে, তাঁদের কথা একবার ভাবি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত