কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার মধ্যে চলছে ৯৮ পোশাক ও বস্ত্র কারখানা

প্রথম আলো প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ২২:৪৩

করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনার ৯৮ পোশাক ও বস্ত্রকল আজ সোমবার উৎপাদন চালিয়েছে। তার মধ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ৭৮টি, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর ১৩টি ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সদস্য কারখানার সংখ্যা ৭টি।শিল্প পুলিশের সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান। তিনি বলেন, সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় ৭ হাজার ৬০২টি শিল্প কারখানার মধ্যে ৫২২টি সোমবার উৎপাদন চালিয়েছে। বন্ধ ছিল ৭ হাজার ৮০টি শিল্প কারখানা। করোনা মোকাবিলায় গত ৬ এপ্রিল বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ বিবৃতিতে ১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। তখন বলা হয়, যেসব কারখানার জরুরি রপ্তানি ক্রয়াদেশ রয়েছে ও যারা করোনা মোকাবিলার জন্য সুরক্ষা পোশাক বা পিপিই, মাস্ক ইত্যাদি বানাতে তারা কারখানা খোলা রাখতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন (বিজিএমইএ বা বিকেএমইএ), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে। পরবর্তীতে সরকার ঘোষিত ছুটি বৃদ্ধি করা হলে ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় বিজিএমইএ ও বিকেএমইএ। তবে তখন থেকে প্রায় প্রতিদিনই শতাধিক পোশাক কারখানা খোলা ছিল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও