![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2020/04/20/68680cd993c81838ff94013f27a59095-5e9d81083678d.jpg?jadewits_media_id=665242)
দুই মাস ধরে কলকাতায় আটকা পড়ে আছেন শিপন, ইমতু ও জন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ১৭:০০
চলচ্চিত্রের কাজে গত ১৬ ফেব্রুয়ারি কলকাতায় গিয়েছিলেন অভিনেতা শিপন মিত্র, ইমতু রাতিশ ও সাঞ্জ জনসহ ১৫ জন শিল্পী-কলাকুশলী। কিন্তু করোনায় ভারতজুড়ে লকডাউনের কারণে আর দেশে ফেরা হয়নি তাদের। এমনকি আজ (২০ এপ্রিল) থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে ফিরে আনার সরকারি উদ্যোগ শুরু হলেও তারা ফিরতে পারছেন না। বিষয়টি জানিয়েছেন ইমতু ও জন। কারণ তাদের কারও হাতে নেই পাসপোর্ট।জানা যায়, পরিচালক ইফতেখার চৌধুরীর একটি ভূতের সিনেমার শুটিংয়ের জন্য আইসল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের। এর ভিসার জন্য কলকাতায় যান তারা। এরপর আইসল্যান্ড ভিসা অফিসে পাসপোর্ট জমা দেন।