![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/04/20/650x365/P_Alo.jpg)
এবার করোনায় আক্রান্ত প্রথম আলোর জ্যেষ্ঠ সংবাদকর্মী
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ১৬:৩৮
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী। আজ সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী বেশ কিছুদিন ধরেই নিজ বাসাতে আইসোলেশনে ছিলেন। পরিস্থিতির উন্নতি না হলে আজ তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথম আলো কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা (হোম অফিস) থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন। মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান…