‘কোনোদিন জেগে উঠব ভাবিনি’, কোমা থেকে ফিরে বললেন করোনায় আক্রান্ত চিকিৎসক
এনটিভি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ১১:৩০
তিন সপ্তাহ কোমায় থাকার পর করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে বেঁচে ফেরার ‘অনন্য’ অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন এক বেলজিয়ান চিকিৎসক। করোনাকে পরাস্ত করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন অ্যান্টোইন স্যাসিন নামের ওই ইউরোলজিস্ট। করোনায় আক্রান্ত হওয়ার আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ডেল্টা চিরেক হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন স্যাসিন। করোনাযুদ্ধ থেকে ফিরে এসে ওই হাসপাতালে নিজের কর্মকক্ষে বসে বললেন, ‘আমি নিজের শেষটা দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম, আমি মারা যাচ্ছি। ভেবেছিলাম, আর কোনোদিন জেগে উঠব না।’ চিকিৎসক অ্যান্টোইন স্যাসিন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে কোমায় চলে গ