![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/19/3cd5091690ea76cf47c2b3a96283dc57-5e9c75ae31aae.jpg?jadewits_media_id=1526858)
উত্তম-সুচিত্রায় কাটতে পারে দিন
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ১০:৫৯
সবাই বই পড়েই যে সিনেমায় উত্তম-সুচিত্রাকে দেখেছেন তা নয়। এই জুটির গল্প মুখে মুখে ভেসেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। করোনাকাল যখন মোটামুটি এক-দুই প্রজন্মকে একসঙ্গে ঘরে থাকার সুযোগ করে দিয়েছে, তখন প্রজন্মের গণ্ডিতে আটকে না থাকা এই জুটির কিছু সিনেমা দেখা যাক। বাড়ি বসে এই সিনেমাগুলো দেখে কাটতে পারে আপনার সময়।