পাউন্ড ছাপিয়ে সরকারকে অর্থ জোগান দেবে ব্যাংক অব ইংল্যান্ড
বণিক বার্তা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০১:০২
নভেল করোনাভাইরাসে প্রাণহানি ঠেকাতে লকডাউনের মতো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়ার কারণে টালমাটাল হয়ে পড়েছে বিভিন্ন দেশের অর্থনীতি। বেকারত্ব ও মন্দা এড়াতে প্রণোদনাসহ নানামুখী পদক্ষেপ নিতে হচ্ছে এসব দেশের সরকারকে। এমন পরিস্থিতিতে সংকট মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের অতিরিক্ত ব্যয়ে অর্থায়নে সম্মত হয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। বিশ্বে এ প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক নভেল করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রয়োজনে তহবিল জোগাতে এগিয়ে এসেছে। ফলে বন্ড মার্কেট থেকে অর্থ না তুলেই ব্রিটিশ সরকার কর্মসংস্থান সুরক্ষা স্কিমের মতো প্রকল্পে অর্থায়ন করতে পারবে। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিবিসি।