সিরাজগঞ্জের কামারখন্দে ওষুধ কোম্পানির গাড়ির ধাক্কায় আবদুর রহমান মন্ডল (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের আলকাস আলী মণ্ডলের ছেলে। আজ রোববার দুপুরে কামারখন্দ উপজেলার কড্ডা-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে রসুলপুর কৃষ্ণচুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, দুপুরে ওষুধ বহনকারী একটি গাড়ি চৌবাড়ি থেকে রসুলপুরে আসছিল। গাড়িটি রসুলপুর গ্রামের কৃষ্ণচূড়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র আবদুর রহমান মণ্ডলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.