বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ১৬:০২
হাইড্রোক্লোরোকুইন চেয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে চিঠি পাঠিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। সম্প্রতি আবদুল মোমেনকে তিনি এই চিঠি লিখেন বলে আজ রোববার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুর। এ ছাড়া বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে আশ্বস্ত করে হিসামুদ্দিন তুন হোসেইন আরও বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার…