You have reached your daily news limit

Please log in to continue


পুরোদমে চলছে বসুন্ধরা হাসপাতালের কাজ

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ২৪ এপ্রিল হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের লক্ষ্য নিয়ে দিন-রাত সমানতালে কাজ করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ইতোমধ্যে হাসপাতাল নির্মাণের সবধরনের সামগ্রী চলে এসেছে। এখন শুধু সেট করা হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) নির্মাণাধীন হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অগ্রগতি তুলে ধরেন। দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে পাঁচ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আইসিসিবিতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে গত ১২ এপ্রিল। ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দিন-রাত সমানতালে কাজ চলছে। মাসুদুল আলম বলেন, ইতোমধ্যে ৩০০ বেড চলে এসেছে। প্রতিদিন ২০০টি করে বেড আসছে। ফ্লোরে কার্পেট বসানো শেষ হলে বেড ও অন্য ফার্নিচার সেট করা হবে। চিকিৎসক ও নার্সদের চেম্বার ও ওয়ার্কস্টেশন লে-আউট করবো। তারপর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করবো। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। আমরা পারবো বলে আশাবাদী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন