করোনা: দ. সুদানে ভাইস প্রেসিডেন্ট ৫ জন, ভেন্টিলেটর আছে ৪
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০, ০৮:৫৮
আফ্রিকা মহাদেশে দক্ষিণ সুদানে ভাইস প্রেসিডেন্ট আছেন ৫ জন। ১ কোটি ১০ লাখ জনসংখ্যার এ দেশটিতে ভেন্টিলেটর আছে মাত্র ৪টি। মধ্য আফ্রিকান রিপালিকে ৩টি, মালিতে ৩টি, কঙ্গোতে আছে মাত্র ৫টি ভেন্টিলেটর। লাইবেরিয়ার অবস্থা একই, সেখানে মাত্র ৬টি ভেন্টিলেটর মেশিন আছে যার একটি আবার দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পেছনে গেটে বসানো। আফ্রিকার অন্য দেশগুলোতে ভেন্টিলেটর মেশিনের ভয়াবহ সংকট, ১০টি দেশে কোনো ভেন্টিলেটরই নেই।