‘নারায়ণগঞ্জে একটি করোনা পরীক্ষা ল্যাব অত্যন্ত জরুরি’

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০, ১৬:৫৭

দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই ঢাকার পরে নারায়ণগঞ্জকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শতকরা প্রায় ২০ ভাগই নারায়ণগঞ্জের।

বর্তমানে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি।

সেখানকার বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমিও বলবো, নারায়ণগঞ্জ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা এখানকার চারিদিকে ছড়িয়ে গেছে। সদরের প্রত্যেকটি ওয়ার্ডসহ রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, সবগুলো জায়গাতেই ছড়িয়ে পড়েছে। এটাতো অবশ্যই চিন্তার ব্যাপার। নারায়ণগঞ্জ শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে অনেক মানুষ থাকেন।বাইরের জেলারও অনেক লোক আসেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও