অনলাইনে হবে কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবারের কান চলচ্চিত্র উৎসব হবে বিকল্প পন্থায়। এজন্য জল্পনা চলছে, অনলাইনে অনুষ্ঠিত হতে পারে এর ৭৩তম আসর। সেই সম্ভাবনা একধাপ বেড়ে গেলো।কারণ কানের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্ম অনলাইনে আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সিনেমা কেনা-বেচার এই কার্যক্রম চলবে। আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প ও ফিল্ম প্রফেশনালদের সহযোগিতা করবে স্বতন্ত্র এই অনলাইন মার্কেট। বিকল্প পন্থায় তাদের যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে এটি।কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো এক বিবৃতিতে বলেন, ‘এ বছরের দ্বিতীয় ভাগে কী অপেক্ষা করছে তা কেউ জানে না। ২০২০ সালে কানসহ বড় আকারের কোনও চলচ্চিত্র উৎসব করা সম্ভব হবে কিনা তাও জানা নেই আমাদের। তাই নতুন পন্থায় মানিয়ে নিচ্ছি আমরা। এর প্রথম পদক্ষেপ মার্শে দ্যু ফিল্ম অনলাইন। বিশ্বের অনেক পেশাদার চলচ্চিত্র ব্যক্তিত্ব ও কর্মীর অংশগ্রহণ ও পরামর্শ নিয়ে নতুন ধরনের এই মার্কেট চালু করা হচ্ছে।’নতুন পদক্ষেপ প্রসঙ্গে কানের মার্শে বিভাগের নির্বাহী পরিচালক জেরোম পেইয়ার্ড বলেন, ‘চলমান কঠিন পরিস্থিতিতে বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পের একটি বৈশ্বিক মঞ্চ প্রয়োজন। গত সপ্তাহে আমরা বিশ্বব্যাপী পরিবেশকদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে দেখেছি, তাদের ৮০ শতাংশই অনলাইন মার্কেটের ব্যাপারে আগ্রহী। আর ৬৬ শতাংশ পরিবেশকেরই যেকোনও পূর্ণাঙ্গ চলচ্চিত্র এবং পোস্ট-প্রোডাকশন ও চিত্রনাট্য তৈরির পর্যায়ে থাকা ছবি কেনার সামর্থ্য আছে।’মার্শের নির্বাহী পরিচালকের কথায়, ‘চলচ্চিত্র প্রদর্শনী, ছবি কেনা, অর্থলগ্নি করা ও অংশীদার পেতে অনলাইনে আধুনিক ও কার্যকরি প্ল্যাটফর্ম দেবো আমরা। পেশাদার চলচ্চিত্রকর্মী যাদের কানে আসার সময় বা সুযোগ নেই, তারা যেন আমাদের সঙ্গে থাকতে পারেন সেজন্য একটি নতুন মার্কেটের মডেল নিয়ে নিরীক্ষা করছি আমরা।’কান উৎসব চলাকালীন মার্শে দ্যু ফিল্মে সাধারণত যেসব কার্যক্রম হয়ে থাকে, সেগুলোই অনলাইন মার্কেটে থাকবে বলে জানা গেছে। নতুন ছবি ও নির্মাণাধীন কাজ ক্রেতাদের কাছে তুলে ধরার জন্য সেলস এজেন্টরা পাবেন ভার্চুয়াল বুথ।ভার্চুয়াল প্যাভিলিয়নের মাধ্যমে প্রতিটি দেশ তাদের চলচ্চিত্র, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও শুটিং লোকেশনের কথা জানাতে এবং প্রযোজকদের সহায়তা প্রদান ও বৈঠক আয়োজন করতে পারবেন।