
করোনাসংকটের শুরু থেকে পোশাকশ্রমিকেরা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যায়। সেসব কারখানার শ্রমিকেরা অনেক কষ্ট করে বাড়ি চলে যান। আবার সাধারণ ছুটি চলাকালেই মালিকেরা কারখানাগুলো খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে বলার পরে শ্রমিকেরা দূরদূরান্ত থেকে ট্রাকে, ভ্যানে, রিকশায় এমনকি মাইলের পর মাইল হেঁটে কাজে যোগ দিতে আসেন।...