করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীর প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাস্তার পাশে এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০-২৫ ফুট রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মাসুদুর রহমান বলেন, ‘কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রেতা ও বিক্রেতাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে জরুরি প্রয়োজন যেমন— খাদ্যদ্রব্য ও ওষুধ কেনা, চিকিৎসা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে। নাগরিকদের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতে কাঁচাবাজারগুলো খোলা রাখা হয়েছে। কিন্তু বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক মানুষকে একসঙ্গে বাজার করতে দেখা গেছে। যে কারণে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ প্রতিরোধের জন্য কাঁচাবাজারের দোকানগুলো রাস্তার পাশে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.