![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2020/04/17/dd14caaa6314790584fc301fb0631cc3-5e995eb8b073e.jpeg?jadewits_media_id=664712)
মাস্ক পরিষ্কার করবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১৩:০০
করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এখন নিত্যসঙ্গী। তবে নিয়মিত মাস্ক পরিষ্কার না করলে কিন্তু এই সচেতনতা বৃথা যাবে। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তা হলে ধোয়াধুয়ির ঝঞ্ঝাট নেই। সার্জিক্যাল মাস্ক একবার পরে ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য) ও সুতির কাপ