ইবোলার ওষুধে মিলবে করোনার চিকিৎসা!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১১:১২
ইবোলা রোগের ওষুধে করোনার চিকিৎসা হবে বলে দাবি করছেন মার্কিন চিকিৎসকরা। কেউ যদি ভেন্টিলেটরের সাপোর্টে থাকে আর সেসময় যদি ওষুধ দেওয়া হয় তবে এ থেকে অনেকেই সুস্থ হয়ে উঠবে। এ বিষয়ে চিকিৎসক জান্ডিয়াল বলছেন, ইবোলার ওষুধটির ব্যবহার সম্পর্কে অনেক চিকিৎসক জানেন। তবে ওষুধটি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানা গেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সহজ হত। ইবোলার ওষুধটি এখন অসুস্থ রোগীদের জন্য প্রয়োজন। যাদের সামান্য কিছু লক্ষণ আছে বা যারা বেশি অসুস্থ তাদের জন্য এই ওষুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।এই পরিস্থিতিতে রোগের সব স্টেজে ওষুধ প্রয়োজন। সারা বিশ্বে করোনা রোগী সেবাই প্রতিদিন লড়াই করে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।