বাইরে থেকে সিলেট বিভাগে গেলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা
এনটিভি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০, ১০:১৫
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট বিভাগের চার জেলার বাইরে থেকে কেউ এলে তাঁকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি প্রত্যেকের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই আগন্তুক শুধু বিদেশ নয়, দেশের অন্য জেলা থেকে সিলেট বিভাগে এলে এ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট সাতজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ডা. মঈন উদ্দিনসহ দুজন মারা যান। এ দুজন ছাড়া বাকি পাঁচজনই সিলেটের বাইরে থেকে এ ভাইরাস বহন করে নিয়ে আসে। ডা.