You have reached your daily news limit

Please log in to continue


প্রশিক্ষিত টেকনোলজিস্ট রেখে মাঠে নামানো হচ্ছে সিএইচসিপিদের

প্রশিক্ষিত ২৫ থেকে ৩০ হাজার মেডিকেল টেকনোলজিস্টদের কাজে না লাগিয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) দিয়ে নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সম্পর্কিত একটি চিঠি ইস্যু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর সহদেব চন্দ্র রাজবংশী সারা দেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এই চিঠি দিয়েছেন। ওই চিঠিতে সহদেব চন্দ্র রাজবংশী বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। ভবিষ্যতে আমাদের দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার জন্য কমিউনিটি ক্লিনিক লেভেলে নমুনা সংগ্রহ করার প্রয়োজন হতে পারে।’ চিঠিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাদের গাইডলাইন অনুযায়ী একদিনের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মো. আলমাছ আলী খান প্রথম আলোকে বলেন, সারা দেশে এই মুহূর্তে ২৫ থেকে ৩০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার আছেন। তাঁরা কাজ করতে আগ্রহী। তাঁদের বাদ দিয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টেকনিশিয়ান ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুই ধরনের সমস্যা হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন