তারাবির নামাজ বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ১৮:১৫
আর মাত্র ১০ দিন পরেই (২৫ অথবা ২৬ এপ্রিল) শুরু হবে মুসলমানদের পবিত্র রমজান মাস৷ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ৬ এপ্রিল ঘরে নামাজ আদায় করার নির্দেশনা জারি করে সরকার৷ সেই নির্দেশনা এখনো জারি থাকায় তারাবির নামাজের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়ার কথা৷ কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তনও হতে পারে৷ ‘‘এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি৷ যদি কোন পরিবর্তন করতে হয় সে সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে নেয়া হবে,'' ডয়চে ভেলেকে বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ৷ তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, সেটা কেমন হবে সে বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে৷ ‘‘এখানে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে,'' টেলিফোনে জানান তিনি৷